নিউজ ডেস্ক : গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মো. আলী হোসেন নামে এক ছাত্রলীগকর্মী নিহতের ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে৷
গতকাল (২ নভেম্বর) গোলাপগঞ্জ মডেল থানায় এঘটনায় একটি হত্যা মামলা (মামলা:৩৬, তাং:২/১১/২০২১ইং যাহার গোলাপগঞ্জ জি.আর মামলা নং: ২১/২০২১ইং ) দায়ের করেন নিহত মো. আলী আহমদের পিতা লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়া গ্রামের আজির উদ্দিন। মামলায় ২০ জনের নামোল্লেখ ও ১০০/১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়৷
জানা যায়, লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়া গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে শামিম আহমদ (৫৫) ওই মামলায় ১ নাম্বার আসামি ও তার ছোট ভাই আবুল কালামকে (৪৫) পূর্ব বিরোধের জেরে ওই হত্যা মামলায় ২ নাম্বার আসামি করা হয়েছে বলে জানান তাদের পরিবার৷
তাদের পরিবার সূত্রে জানা যায়, বাদি আজির উদ্দিন একজন প্রভাবশালী। ইউপি সদস্য হওয়ায় তার ক্ষমতার অপব্যবহার করে সে৷ আমাদের সাথে তাদের জায়গা সংক্রান্ত বিরোধ রয়েছে৷ দীর্ঘদিন ধরে সে জায়গা আত্মসাৎ করার জন্য হয়রানি করে আসছে। জায়গা আত্মসাৎ করতে শামিম আহমদ ও আবুল কালামকে ফাঁসাতে ও আমাদের পরিবারকে ক্ষতিগ্রস্ত করতে সে হত্যা মামলায় মিথ্যা ভাবে তাদের নাম দিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর বিকেলে ঢাকাদক্ষিণ প্রেসক্লাবের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হওয়ার সময় অভ্যন্তরীণ দলীয় কোন্দলের কারণে ঢাকাদক্ষিণের মনসুর গ্রুপ ও শফিক গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় শফিক গ্রুপের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে মনসুর গ্রুপের নেতাকর্মীদের ওপর হামলা চালালে মনসুর গ্রুপের আলী হোসেন নামে এক ছাত্রলীগকর্মী নিহত হোন। এছাড়া পৃথক হামলায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হোন।
এঘটনার পর নিহত আলী হোসেনের পিতা আজির উদ্দিন বাদি হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম ফজলুল হক।