কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মনসুর গ্রাম এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কর্মী নুরাইয়া নুসরাত নোভার পিতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ২১ নভেম্বর ২০২৫ ইং সন্ধ্যায় নোভার অনুপস্থিতিতে বাড়ির ভেতরে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় বাড়িতে অবস্থানরত নুরাইয়া নুসরাত নোভার পিতাকে একাধিক ব্যক্তি ঘিরে ধরে শারীরিকভাবে আক্রমণ করে। বাড়ির ভেতরে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ঘরে প্রবেশ করে তাকে চেয়ারে বসানো অবস্থায় ঘিরে ধরে। ফুটেজে অন্তত একজনের হাতে লাঠি জাতীয় বস্তু এবং অন্য একজনের হাতে ধারালো অস্ত্র দেখা যায়।
ফুটেজে আরও দেখা যায়, আক্রমণের সময় নোভার পিতা আত্মরক্ষার চেষ্টা করেন এবং ঘরের ভেতরের আসবাবপত্র ও জিনিসপত্র এলোমেলো হয়ে যায়। এ সময় ঘরে উপস্থিত এক নারীকে আতঙ্কিত অবস্থায় দেখা যায়।
হামলায় আহত নোভার পিতাকে পরে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরাইয়া নুসরাত নোভা অতীতে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম, সভা-সমাবেশ ও প্রচারণায় যুক্ত ছিলেন এবং এলাকায় তিনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত। এসব রাজনৈতিক পরিচয় ও কর্মকাণ্ডকে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ ও দায়ীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

