নিউজ ডেস্ক : সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আসামি হলেন ছাত্রলীগ নেতা আদনান খান৷
গতকাল (২০ মে) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলগ্রহণকারী ১নং আদালত, সিলেটে (কোতোয়ালি সি.আর মামলা নং: ৫৪৮/২০২৫) মামলাটি দায়ের করেন কোতোয়ালি থানার চন্দনটুলা চয়ন/৩ এলাকার সিরাজ আহমদের ছেলে আলী আহমদ আলম (৩৯)। মামলায় তিনি সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানকে প্রধান আসামি করে ১৮৮ জনের নামোল্লেখ ও ৯০/১০০ জনকে অজ্ঞাত আসামি করেন।
ওই মামলার ১৬৪ নম্বর আসামি আদনান খান। আদনান খান দক্ষিণ সুরমা থানার বাসা নং-১৬/বি, স্বর্ণালী ব্লক/বি এলাকার আলমগীর খানের ছেলে। তিনি মহানগর ২৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট দুপুর দেড়টার দিকে কোতোয়ালি থানাধীন দরগা গেইটস্থ নুরজাহান ক্লিনিকের সামনে শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে বাদিসহ ছাত্রজনতা শান্তিপূর্ণ মিছিল করছিল। এসময় খবর পেয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে হামলা চালায়। মামলায় উল্লেখ করা হয়, মামলার ১৪১ থেকে ১৮৮ নং আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে বাদিসহ আরো অনেককে মারধর করে আহত করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হুসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।