নিউজ ডেস্ক: গোলাপগঞ্জে দলিল জালিয়াতির মামলায় নাজিম উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাজিম উদ্দিন কাদিপুর গ্রামের মৃত রইছ আলীর ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনুপম দেবনাথ।
মামলা সূত্রে জানা যায়, কাদিপুর গ্রামের মৃত রইছ আলীর ছেলে মোহাম্মদ নাজিম উদ্দিন প্রতারণামূলক ভাবে জায়গা আত্মসাৎ এর জন্য জাল খতিয়ান এবং জাল দলিল জালিয়াতির মাধ্যমে তৈরী করেন। এই অভিযোগে তার ভাতিজা ময়না মিয়ার পুত্র মো: আকিল মিয়া (উনু) বাদী হয়ে নাজিম উদ্দিনের বিরুদ্ধে একটি জালিয়াতি মামলা (সিআর-৩০৩/২৩) করেন। এই মামলায় বৃহস্পতিবার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিষয়ঃ
সারাদেশ