নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন। শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর সিলেট নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণ থেকে তিনি প্রচার কার্যক্রম শুরু করেন।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, 'সামনে জাতীয় নির্বাচন। আমি আজ নগরবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছি। বিশেষভাবে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সিলেট বিভাগের মানুষের প্রত্যাশার প্রতীক হিসেবে দেখতে চাই। তিনি যদি এ আসনে প্রার্থী হন, তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হবো।'
তিনি আরও বলেন, 'যদি তিনি প্রার্থী না হন, সেক্ষেত্রে আমি ইজাজত নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছি। এই শহরের মুরব্বিরা, মুসল্লিরা আমাকে সেই অনুমতি দিয়েছেন। আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করলাম।'
প্রার্থিতা ঘোষণার স্থান হিসেবে বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদকে বেছে নেওয়ার পেছনে তাৎপর্য তুলে ধরে আরিফুল হক বলেন, 'এই মসজিদ সিলেটের ধর্মপ্রাণ মানুষের কেন্দ্র। এখানেই অনেক মুরব্বি নামাজ আদায় করেন। আমাদের শ্রদ্ধেয় নেতা মরহুম এম সাইফুর রহমানও মৃত্যুর আগের দিন এখানেই নামাজ পড়েছিলেন।'
তিনি বলেন, 'সিলেটের উন্নয়ন এবং দলের অবস্থান সুদৃঢ় করতে আমরা সবাই একসঙ্গে কাজ করবো। দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার ভূমিকা পালন করবো।'
বিষয়ঃ
সিলেট