|

সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শাহজাহানের বাড়িতে পুলিশের অভিযান


নিউজ ডেস্ক : গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাহজাহান সম্রাটের বাড়িতে অভিযান চালিয়েছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গত রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের ঘাগুয়া গ্রামে তার খুঁজে বাড়িতে অভিযান চালায় পুলিশ। তিনি সিলেট মহানগর ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

জানা যায়, ছাত্রলীগ নেতা শাহজাহানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে। মামলার প্রেক্ষিতে শাহজাহানকে ধরতে তার বাড়িতে অভিযান চালায় একদল পুলিশ। এসময় তাকে খুঁজতে তার ঘরে তল্লাশী চালানো হয়। তবে শাহজাহান স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে পাড়ি দেওয়ায় তাকে পায়নি পুলিশ।

এঘটনার পর নিজের ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, পড়াশোনার জন্য যুক্তরাজ্যে এসেও শান্তি পাচ্ছি না।

শাহজাহানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার পিতা বীর মুক্তিযোদ্ধা মো.মঈন উদ্দিন অসুস্থ। আমাকে না পেয়ে পুলিশ আমার অসুস্থ পিতাকে ভয়ভীতি দেখিয়ে হেনস্তা করেছে। তারা জানতে চান তিনি কীভাবে পালালেন, কীভাবে দেশ ছেড়ে গেলেন। এ সময় বাড়ির প্রতিটি কক্ষ তল্লাশি করা হয়। এমনকি তার পুরোনো মোবাইল ফোন জমা দিতে বলা হলেও, পরিবারের সদস্যরা জানান তাদের কাছে কোনো মোবাইল বা সংশ্লিষ্ট জিনিস নেই।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্যা অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

Post a Comment

Previous Post Next Post