|

সদর উপজেলা ছাত্রলীগ নেতা রাহির বাড়িতে বিএনপি-জামায়াতের হামলা,ভাঙচুর ও লুটপাট


নিউজ ডেস্ক : সিলেটে সদর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য যুক্তরাজ্য প্রবাসী আশরাফ আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা৷

গতকাল (১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার খাদিমপাড়া শাহপরান এলাকায় এ ঘটনা ঘটে।

আশরাফ আল রাহি সদর উপজেলার খাদিমপাড়া শাহপরান এলাকার আজমল হোসাইনের ছেলে। তিনি সদর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য৷

 জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাসা-বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাঙচুর ও লুটপাট চালায় বিএনপি, জামায়াত, ছাত্র-জনতা। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আশরাফ আল রাহির বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এসময় তাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে চলে যাওয়ার সময় রাহি কখনো বাড়িতে আসলে তাকে প্রাণে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে চলে যায় তারা।

রাহির পরিবার জানায়, রাহিকে খুঁজতে বাড়িতে হঠাৎ করে ২০/২৫ জন বিএনপি ও জামায়াতের নেতাকর্মী আসেন। তারা রাহিকে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় তারা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এছাড়া রাহি কখনো দেশে আসলে তাকে প্রাণে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে যায় তারা।

পরিবারের সদস্যরা আরও জানান, তাদের হুমকি ধমকির ফলে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি আমরা। কোথাও কোন বিচার পাইতেছি না।

Post a Comment

Previous Post Next Post