|

গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা মারুফ আহমদের বাড়িতে অতর্কিত হামলা, হুমকি

নিজস্ব প্রতিবেদক : বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দেশজুড়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাসা-বাড়িতে হামলা চালায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। বাদ যায়নি গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মারুফ আহমদের বাড়িও।

গতকাল (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বানীগ্রামে তার বাড়িতে হামলার ঘটনা ঘটে।

জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনের পূর্বে জীবন-জীবিকার তাগিদে যুক্তরাজ্যে পাড়ি জমান মারুফ আহমদ। তিনি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ৫ আগস্টের পর থেকে তার বাড়িতে একাধিক সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা তাকে খুঁজতে যান। তাকে না পেয়ে হুমকি ধমকি দিয়ে আসতেন তার পরিবারের সদস্যদের। গতকাল একই ভাবে তার বাড়িতে যান স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। পুনরায় তাকে খুঁজতে থাকেন তারা এবং ঘরের বাহিরে থেকে অকথ্য ভাষায় গালাগালি করেন। ঘর থেকে বের হয়ে তার পরিবারের সদস্যরা গালাগালির কারণ জানতে চাইলে তারা তাদের ওপর হামলা চালায়। এসময় ঘরের ভেতরে ঢুকে ভাঙচুর চালায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।

আরও জানা যায়, মারুফ আহমদ কখনো দেশে ফিরলে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে যায় তারা।

এদিকে মারুফ আহমদের বাড়িতে বারবার বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা হুমকি ধমকি দেওয়ার ফলে জীবন নিয়ে উদ্বিগ্ন রয়েছেন তারা। এবিষয়ে থানা পুলিশে অভিযোগ করেও কোন লাভ হচ্ছে না বলেন তার পরিবারের সদস্যরা।

Post a Comment

Previous Post Next Post