কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট উপজেলার দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের দক্ষিণ বড়দেশ গ্রামের ছাত্রলীগ নেতা আহমেদ মোস্তফা অভির বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার ৭ নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের দক্ষিণ বড়দেশ গ্রামে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক আহমেদ মোস্তফা অভির এর বাড়িতে জামাত বিএনপির ৬/৮ জনের সংঘবদ্ধ ক্যাডার রাতের আধাঁরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এ সময় তাদের অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকিতে পরিবারের অন্য সদস্যরা আতংকিত হয়ে পড়েন।
এ ঘটনায় আহমেদ মোস্তফা অভির বাবা আব্দুল হান্নান বলেন – ৬/৮ জনের একটি গ্রুপ মোটরসাইকেল নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করতে তাকে এবং অশ্লীল ভাষায় গালাগালি করে। এদিকে এই ঘটনায় আমার অসুস্থ স্ত্রী আরো বেশি অসুস্থ হয়ে পড়েছেন।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম সর্দার বলেন বিষয়টি সম্পর্কে আমি অবগত নই,অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
