নিউজ ডেস্ক : যুক্তরাজ্য অবস্থান করেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আসামি হলেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো.শহিদুল ইসলাম।
গত (১২ নভেম্বর) মাননীয় অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সিলেটে (কোতোয়ালী জি.আর মামলা নং-৪৯৯/২০২৪ ইং) (কোতোয়ালী থানার মামলা নং ১৮, তারিখ: ১২/১১/২০২৪ ইং) মামলাটি দায়ের করেন সিলেটের মোগলাবাজার থানার সদরপর গ্রামের মৃত তফুর আলীর ছেলে মোঃ আলাল মিয়া। মামলায় তিনি ৪০ জনের নামোল্লেখ ও ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করেন।
ওই মামলায় গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর গ্রামের বদরুল হকের ছেলে মোঃ শহিদুল ইসলামকে ৩৮ নাম্বার আসামি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সারাদেশের ন্যায় সিলেটের কোতোয়ালি থানার মীরবক্সটুলা খায়রুল ভবনের সামনে অবস্থান নেয় ছাত্র-জনতা। এসময় তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলো। শান্তিপূর্ণ আন্দোলনে হঠাৎ করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়। তাদের এলোপাতাড়ি গুলি ছুঁড়া ও দেশীয় অস্ত্রের আঘাতে বাদিসহ অনেক ছাত্র-জনতা আহত হয়।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব থেকে মো.শহিদুল ইসলাম যুক্তরাজ্য অবস্থান করার পরও তাকে মামলার আসামি করা হয়েছে। শহিদুল ইসলাম মামলার আসামি হওয়ায় দেশে অবস্থাব করা তারা পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
