|

সেই অপূর্বর বিরুদ্ধে যে ব্যবস্থা নিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়


নিউজ ডেস্ক : পবিত্র কোরআন শরিফ অবমাননার ঘটনায় জড়িত শিক্ষার্থী অপূর্বকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে এই ঘটনায় মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে শনিবার (৪ অক্টোবর) অভিযুক্ত অপূর্বকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পবিত্র কোরআন অবমাননারত অবস্থায় দেখতে পায় প্রত্যক্ষদর্শীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় সাধারণ শিক্ষার্থীরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন সম্প্রতি, সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ প্রশংসনীয়ভাবে রক্ষা করেছে বলে জানায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

ওই ঘটনার পর পুলিশ অভিযুক্ত শিক্ষার্থী অপূর্বকে গ্রেপ্তার করেছে।

Post a Comment

Previous Post Next Post