|

ছাতকে শিবির নেতা মো.রিয়াজ উদ্দিনের বাড়িতে হামলা


নিউজ ডেস্ক : সুনামগঞ্জের ছাতক উপজেলায় যুক্তরাজ্য প্রবাসী শিবির নেতা মো.রিয়াজ উদ্দিনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

গতকাল (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

মো.রিয়াজ উদ্দিন ছাতক উপজেলার নোয়াগাঁও গ্রামের মো.আকরম আলীর ছেলে। তিনি বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সুনামগঞ্জ জেলার প্রচার সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল যুক্তরাজ্য প্রবাসী শিবির নেতা মো.রিয়াজ উদ্দিনের বাড়িতে স্থানীয় আওয়ামীলীগের কিছু নেতাকর্মী রাতের আঁধারে হামলা চালায়। এ সময় তার ঘরের জিনিসপত্র ভাংচুর করা হয়। এছাড়া তার পরিবারের সদস্যদের মারধর করে তারা। মো.রিয়াজ উদ্দিন শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ায় তাকে প্রাণে মেরে ফেলতে একাধিক সময় সন্ত্রাসীরা তার খুঁজে বাড়িতে যায়।

মো.রিয়াজ উদ্দিনের পরিবার জানায়, আওয়ামী লীগের সন্ত্রাসীদের কিছু নেতাকর্মীরা তাদের বাড়িতে এসে হামলা চালায়। রিয়াজ উদ্দিন শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার পরও একাধিক মামলায় আসামি হওয়ায় চিন্তিত তার পরিবার।

Post a Comment

Previous Post Next Post