|

এমবাপে কি রোনালদোর রেকর্ড ভাঙতে পারবেন?


খেলাধুলা ডেস্ক : রিয়াল মাদ্রিদের ইতিহাসে আরেকটি গোলের রেকর্ড ভাঙার দৌড়ে রয়েছেন কিলিয়ান এমবাপে। ক্লাব কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ৫৯ গোলের রেকর্ড ছুঁতে বা ছাড়িয়ে যেতে ফরাসি তারকার হাতে সময় আছে মাত্র এক সপ্তাহ।

২০১৩ সালে রোনালদো রিয়াল মাদ্রিদের জার্সিতে করেছিলেন ৫৯ গোল, যা এখনো ক্লাব ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ। সেই কীর্তির খুব কাছাকাছি চলে এসেছেন এমবাপে। ২০২৫ সালে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৫৬। অর্থাৎ রেকর্ড ভাঙতে দরকার আরো চারটি গোল।

২০২৪–২৫ মৌসুমের আগে রিয়ালে যোগ দেওয়া ২৬ বছর বয়সি এমবাপে দলটির আক্রমণের মূল ভরসা হয়ে উঠেছেন। চলতি মৌসুমেই তিনি করেছেন ২৬ গোল, আর বছরের প্রথমার্ধে করেছিলেন ৩০টি। আর সব মিলিয়ে রোনালদোর ঐতিহাসিক কীর্তি এখন হাতছানির দূরত্বে।

তবে সুযোগ খুবই সীমিত। ক্যালেন্ডার বছর শেষ হওয়ার আগে রিয়াল মাদ্রিদের বাকি মাত্র দুটি ম্যাচ, আজ ১৭ ডিসেম্বর কোপা দেল রেতে তৃতীয় স্তরের দল তালাভেরার বিপক্ষে এবং ২০ ডিসেম্বর লা লিগায় সেভিয়ার বিপক্ষে।

তালাভেরার ম্যাচে এমবাপ্পেকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনাই বেশি, কারণ তিনি সম্প্রতি চোট কাটিয়ে ফিরেছেন। সেক্ষেত্রে রেকর্ড ভাঙার বাস্তব সুযোগ থাকবে কেবল সেভিয়ার বিপক্ষের ম্যাচেই। সেখানে চার গোল করা কঠিন হলেও অসম্ভব নয়।

Post a Comment

Previous Post Next Post