নিউজ ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর হিরন মাহমুদ নিপুর বাসায় দুই দফা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।
গত (৫ ও ৬ আগস্ট) নগরীর শান্তিবাগ বালুচর ফোকাস ১৭৫ বাসায় এ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় বিএনপি-জামায়াতের কয়েক শতাধিক নেতাকর্মী।
হিরন মাহমুদ নিপু সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর।
জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দেশজুড়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর হামলা, তাদের বাড়ি-ঘর-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায় ছাত্র-জনতা, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। বাদ যাননি সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিন ৫ আগস্ট বিকেলে বিপুল সংখ্যক বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর হিরন মাহমুদ নিপুর বাসায় হামলা চালায়। এসময় তার বাসায় ইটপাটকেল নিক্ষেপ ও বাসার মূল্যবান জিনিসপত্র তারা ভাঙচুর করে। এছাড়া লুটপাট চালায় তার বাসায়৷
পরদিন ৬ আগস্ট দুপুরে পুনরায় নিপুর বাসায় হামলা চালায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এদিন তারা বাসায় ভাঙচুর চালিয়ে বাসায় ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।