|

জকিগঞ্জে দু'পক্ষের মারামারি, জামায়াত নেতার মামলা নিলেও যুবলীগ নেতার মামলা নেয়নি পুলিশ


নিউজ ডেস্ক : সিলেটের জকিগঞ্জ উপজেলায় দু'পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এঘটনায় এক পক্ষের মামলা নিলেও অন্য পক্ষের মামলা নেয়নি পুলিশ।

গত (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকের উপজেলার কালিগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারের পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ৫ এপ্রিল রাতে যুবলীগ নেতা ইমরান হোসেন লিমনের উপর উপজেলা যুব জামায়াতের সাধারণ সম্পাদক আলী হুসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। হামলায় লিমন গুরুতর আহত হন। খবর পেয়ে লিমনের রাজনৈতিক সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় জামায়াত নেতা আলী হুসেন ও তার সাথে থাকা অন্যদের সাথে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মারামারির ঘটনা ঘটে।

এদিকে এঘটনার পর ইমরান হোসেন লিমনের বাবা ফারুক আহমদ বাদি হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নেয়নি। তবে আহত অপর পক্ষের যুব জামায়াত নেতা আলী হুসেনের বাবা আব্দুল কাইয়ুম বাদি হয়ে ১৩ জনের নামোল্লেখ ও ১০/১৫ জনকে আসামি করে জকিগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং:০৬/০৪/২০২৫ইং) দায়ের করেন। ওই মামলায় ইমরান হোসেন লিমনকে ৭নম্বর আসামি করা হয়। ইমরান হোসেন লিমন হাসিতলা গ্রামের ফারুক আহমদের ছেলে। তিনি জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

ইমরান হোসেন লিমনের বাবা জানান, আমার ছেলেকে লিমনকে প্রথম জামায়াত নেতা আলী হোসেনসহ তার সাথে থাকা সন্ত্রাসী মারধর করে। এঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ আমাদের মামলা নেয়নি৷ তবে আলী হোসেনর মামলা নিয়ে আমার ছেলেকে আসামি করেছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্না এক পক্ষের মামলার সত্যতা নিশ্চিত করেন।

Post a Comment

Previous Post Next Post