|

যুক্তরাজ্য থেকে দেশে ফিরলে ছাত্রলীগ নেতা মোস্তাফিজুরকে প্রাণে হত্যার হুমকি

 

নিউজ ডেস্ক : গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানের বাড়িতে গিয়ে তাকে প্রাণে হত্যার হুমকি দিয়ে এসেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। 

গতকাল (৮ মার্চ) দুপুরে উপজেলার বারকোট গ্রামে বিএনপি-জামায়াতের নেতাকর্মী তার বাড়িতে গিয়ে এ হুমকি প্রদান করে।

মোস্তাফিজুর রহমান সিলেটের গোলাপগঞ্জ থানার বারকোট গ্রামের মজলুর রহমানের ছেলে। তিনি গোলাপগঞ্জ উপজেলা  ছাত্রলীগের সদস্য।

জানা যায়, গতকাল ৮মার্চ দুপুরে মোস্তাফিজুর রহমানকে খুঁজতে তার বাড়িতে যায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা৷ এসময় তাকে না পেয়ে তার পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালাগালি করে তারা। মোস্তাফিজুর রহমান প্রবাসে আছেন এমন খবর জানতে পেরে তারা তার পরিবারের লোককে হুমকি দিয়ে যায় এবং মোস্তাফিজ যদি কখনো দেশে ফেরে তাহলে তাকে প্রাণে হত্যা করা হবে এমন হুমকি দিয়ে যায়।এছাড়া একাধিক সময় মোস্তাফিজুর রহমানকে খুঁজতে এসে তাকে না পেয়ে তার পরিবারকে হামলার চেষ্টা করে।

এদিকে এমন হুমকির পর থেকে দেশে থাকা মোস্তাফিজুর রহমানের পরিবারের লোকজন জীবনের নিরাপত্তার কথা ভেবে বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছেন। এরপরও হামলার ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।

মোস্তাফিজুর রহমানের পরিবার জানায়, মোস্তাফিজুর রহমানকে খুঁজতে বার বার তাদের বাড়িতে যায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। তাকে না পেয়ে আমাদেরকে হুমকি ধমকি প্রদান করে৷ এছাড়া মোস্তাফিজ কখনো দেশে আসলে তাকে প্রাণে হত্যা করা হবে জানায় তারা। 

এবিষয়ে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ গ্রহণ করেনি।এ নিয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান মোল্যা বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

অথচ বাস্তবে পুলিশের কাছ থেকে তেমন কোন সহায়তা পাননি বলে জানিয়েছেন তার পরিবার।মোস্তাফিজের মতো আরও যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল যারা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তারা যেন দেশে ফিরে স্বাভাবিকভাবে বসবাস করতে পারেন এজন্য জরুরি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।

Post a Comment

Previous Post Next Post