|

শুটিংয়ে ফিরলেন রূপসা

 

অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় এবার নতুন সিদ্ধান্ত নিলেন। সাড়ে তিন মাসের ছেলেকে নিয়েই কাজে ফিরলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছেলেকে কোলে নিয়ে ছবি শেয়ার করে রূপসা জানিয়েছেন, তিনি একেবারে অন্যভাবে ফিরেছেন। এ ছাড়া রূপসা বলেন, একটু অন্যরকম ফরম্যাট। ওয়েবের কাজ। সবে লুক টেস্ট হলো। তাই ওকে সঙ্গে নিয়েই এসেছি এবং আগামীতেও ওকে নিয়েই কাজটা করবো।

Loaded16.46%
Remaining Time 18:07

Post a Comment

Previous Post Next Post