|

গোলাপগঞ্জে বাঘা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুহেল আহমদের বাড়িতে পুলিশের তল্লাশী


নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে বাঘা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুহেল আহমদের বাড়িতে তল্লাশী চালিয়েছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গত (২৮ মে) সন্ধ্যায় বাঘা ইউনিয়নের লালনগর গ্রামে একদল পুলিশ এ তল্লাশী চালায়।

সুহেল আহমদ বাঘা ইউনিয়নের লালনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার বাবা নুরুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সিলেট জেলা মৎস্যজীবি লীগের সহ-সভাপতি। বড় ভাই মো.জুয়েল আহমদ মনসুর বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ছোট ভাই সুজন আহমদ সিলেট জেলা ছাত্রলীগ নেতা।

জানা যায়, ছাত্রলীগ নেতা সুহেল আহমদের বাবা ও ভাইয়েরা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যার প্রেক্ষিতে তাদের খুঁজে বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তাদের ঘরে ব্যাপক তল্লাশী চালানো হয়৷ তাদেরকে না পেয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে যায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

Post a Comment

Previous Post Next Post