নিউজ ডেস্ক : বিয়ানীবাজারে আওয়ামীলীগ সমর্থিত দুই সহোদরের সন্ধান না দেওয়ায় জামায়াত-বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মো.আব্দুল মালিক নামে একজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আব্দুল মালিক।
গতকাল (৩০ মে) বিকেলে বিয়ানীবাজার উপজেলার পৌর এলাকার ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আব্দুল মালিক উপজেলার পৌর এলাকার ফতেহপুর গ্রামের মোহাম্মদ মছিদ আলীর ছেলে।
জানা যায়, বিয়ানীবাজার উপজেলার খাসা পন্ডিত পাড়া এলাকার জুনেদুর রহমান ও তার ভাই এম এম আহমদ মহসিন সোহাগ। তাদের মধ্যে জুনেদুর রহমান উপজেলা ছাত্রলীগের ও এম এম আহমদ মহসিন সোহাগ উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তাদের বোন সিরাজাম মুনিরার স্বামীর দুলা ভাই আহত আব্দুল মালিক প্রায়ই তাদের বাড়িতে আসাযাওয়া করেন। যে কারণে হামলাকারী সন্দেহ করে আব্দুল মালিকের সাথে জুনেদুর রহমান ও এম এম আহমদ মহসিন সোহাগের যোগাযোগ রয়েছে। ঘটনার দিন আব্দুল মালিকের কাছে তাদের সন্ধান চায় হামলাকারীরা। সন্ধান না দেওয়ায় তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থা খারাপ হওয়ায় তাকে মেডিসিটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
এর আগে গত বছরের ২৫ আগস্ট আওয়ামী লীগ সমর্থিত হওয়ায় বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় বাড়ির পাশেই বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে সঙ্গবদ্ধ হামলা চালায় জুনেদুর রহমান ও তার ভাই এম এম আহমদ মহসিন সোহাগের ওপর।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
