|

সুনামগঞ্জে প্রবাসী বিএনপি নেতা জিয়া উদ্দিনের বাড়িতে হামলা


সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্রবাসী জিয়া উদ্দিনের বাড়িতে স্থানীয় জামায়াত এবং এনসিপি সমর্থিত কিশোর গ্যাং জামায়াত নেতাদের ইন্ধনে হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল (২৬ জুন) রাত ৮টার দিকে উপজেলার তেলিয়া এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল রাত ৮টার দিকে জিয়া উদ্দিনের খোঁজে তার বাড়িতে কিছু জামায়াত ও এনসিপির নেতা কর্মীরা যায়। জিয়া উদ্দিন বর্তমান সময়ে জামায়াতের বিরোধিতা করে ফেইসবুকে লেখালেখি করেন।

আরও জানা যায়, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে জামায়াত নেতা ফয়সল চৌধুরী চেয়ারম্যান নির্বাচন করবেন। অপরদিকে জিয়া উদ্দিন এবং তার পরিবার স্থানীয় বিএনপির পরিচিত মুখ। জিয়া উদ্দিনের পরিবারের লোক জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে।যে কারণে জামায়াত নেতা ফয়সল চৌধুরী এবং তাহার সমর্থিত বাহিনী দিয়ে রাজনৈতিক কারণে উক্ত হামলা করিয়েছেন।

আরও জানা যায়, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ ৫ আগস্ট ২০২৪ পূর্ববর্তী আওয়ামী লীগ সমর্থিত ছিলো। বিধায় ইতিপূর্বে জিয়া উদ্দিনের সাথে আওয়ামী লীগ নেতার কর্মীদের বিরোধ ছিলো, কিন্তু বর্তমানে জামায়াত নেতার ফয়সল চৌধুরী ভোটের জন্য আওয়ামীলীগের সকল নেতা কর্মীদের টাকা নিয়ে আশ্রয় দিয়ে বিএনপির নেতা জিয়া উদ্দিনের বাড়িতে ষড়যন্ত্রমূলক ভাবে ক্যাডার বাহিনী দিয়ে হামলা করান এবং বিভিন্ন মামলায় আসামী করারও হুমকি প্রদান করেন।

এবিষয়ে জামাত নেতা ফয়সল চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল ধরেননি। এলাকাবাসীর দাবি, এভাবে প্রতিনিয়ত প্রবাসী বিএনপির নেতা কর্মীদের বাড়ি টার্গেট করে কখনো রাজনৈতিক প্রতিহিংসার কারণে বা চাঁদার দাবিতে হামলা হয়। এইসব সহিংসতা বন্ধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

Post a Comment

Previous Post Next Post