নিউজ ডেস্ক : সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ নেতা আদনান খানের খুঁজে তার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ।
গতকাল (১০ জুন) সন্ধ্যায় দক্ষিণ সুরমা থানার বাসা নং-১৬/বি, স্বর্ণালী ব্লক/বি এলাকার বাসায় অভিযান চালায় পুলিশ৷ আদনান খান মহানগর ২৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
জানা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুপুর দেড়টার দিকে কোতোয়ালি থানাধীন দরগা গেইটস্থ নুরজাহান ক্লিনিকের সামনে ছাত্রজনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা৷ এঘটনায় আলী আহমদ আলম (৩৯) নামে একজন বাদি হয়ে (কোতোয়ালি থানার সি.আর মামলা নং: ৫৪৮/২০২৫) একটি মামলা দায়ের করেন। ওই মামলার ১৬৪ নং এজাহারভুক্ত আসামি আদনান খান। তাকে খুঁজতে গতকাল সন্ধ্যায় তার বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় তার বাসায় তল্লাশি চালায় পুলিশ। যে কারণে নিরাপত্তাহীনতায় রয়েছেন তার পরিবার।
এদিকে আদনান খানের পরিবার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকদিন পর যুক্তরাজ্যে পাড়ি জমান ছাত্রলীগ নেতা আদনান খান।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হুসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামি আদনানকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।