নিউজ ডেস্ক : সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে পৃথক অভিযানে প্রায় ২ কোটি ২৪ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি)।
মঙ্গলবার (২২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, তামাবিল, সোনারহাট, কালাইরাগ এবং বাংলাবাজার বিওপির আওতাভুক্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রিম, ভারতীয় শাড়ি, মাল্টা, চিনি, সুপারি এবং এসব পণ্য পরিবহনে ব্যবহৃত ইজি বাইক ও বারকী নৌকা জব্দ করা হয়।
বিজিবি প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, জব্দকৃত চোরাচালানী পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৩০০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালিত হচ্ছে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।”
আটককৃত চোরাচালানকিৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
বিষয়ঃ
সিলেট