|

সিলেটে চলছে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান


নিউজ ডেস্ক : সিলেট নগরীতে পুরনো ও মেয়াদোত্তীর্ণ বাস-ট্রাকের বিরুদ্ধে অভিযানে নেমেছে বিআরটিএ। রোববার সকাল থেকে নজরজুড়ে ছড়িয়ে থাকা আড়াই হাজার পুরনো যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়।

সকালে দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ অভিযান শুরু করে বিআরটিএ। সন্ধ্যা পর্যন্ত চলবে এ অভিযান।

এর আগে নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষণার কারণে অভিযান স্থগিত করা হয়েছে বলে একটি তথ্য প্রচারিত হলেও তা সঠিক ছিল না বলে জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, বিআরটিএর সাথে সমন্বয় করার জন্য একটি বৈঠক হয়েছিলো। বিআরটিএ আইনগত সহায়তা চাইলে আমরা সেটা নিশ্চিত করি।

বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক মো. আব্দুর রশিদ জানান, সিলেটের সড়ক-মহাসড়কে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযানে মামলা দায়েরসহ সংশ্লিষ্ট আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তায় চলছে এ অভিযান।

Post a Comment

Previous Post Next Post