নিউজ ডেস্ক : এবার সিলেটে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’। আগামী শুক্রবার (২৫ জুলাই) বিকেলে এই পদযাত্রা সিলেটে আসবে। এদিন বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে আসছেন দলের শীর্ষস্থানীয় নেতারা।
আয়োজকদের আশা, সমাবেশে ১৫ থেকে ২০ হাজার মানুষের সমাগম হবে। এরই লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সামগ্রীক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবে দলটির সিলেটের সমন্বয়করা।
দেশজুড়ে গণতন্ত্র, বিকল্প নেতৃত্ব ও রাজনৈতিক সংস্কারের বার্তা ছড়িয়ে দিতে এনসিপি এই কর্মসূচি শুরু করে জুলাইয়ের শুরুতে। ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও কুমিল্লা শহরে আয়োজন হয়েছে এই পদযাত্রার। প্রতিটি স্থানে দলীয় নেতারা বক্তব্যে তুলে ধরেছেন তাদের রাজনৈতিক দর্শন, ‘জুলাই অভ্যুত্থান’-এর তাৎপর্য এবং বর্তমান রাজনীতির গঠনমূলক পরিবর্তনের প্রয়োজনীয়তা।
সিলেটে পদযাত্রা ও সমাবেশ বাস্তবায়নে নগরীর প্রধান সড়ক, মোড় ও এলাকায় এনসিপির পোস্টার ও ব্যানার টানানো হয়েছে। এতে এনসিপি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির কার্যক্রম নিয়ে মত প্রকাশ করছেন।
এনসিপির স্থানীয় নেতারা বলছেন, দেশে একটি ইতিবাচক, গণমুখী ও তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য তারা কাজ করছেন। সিলেটের সমাবেশে সেই বার্তা আরও ব্যাপকভাবে পৌঁছাবে বলে আশা করছেন তারা।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, পদযাত্রায় শান্তিপূর্ণভাবে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ। সমাবেশ উপলক্ষ্যে নিগরীর বিভিন্ন মোড়ে তোরণ নির্মাণ করা হবে। তাছাড়াও সমাবেশের আগের তিনদিন নগরজুড়ে মাইকিং করা হবে। সমাবেশে থাকবে দলীয় গান, পথনাটক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতপ্রকাশের সুযোগ।
এনসিপির সিলেট জেলার প্রধান সমন্বয়ক নাজিমুদ্দিন শাহান বলেন, আমাদের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে যেসকল উপজেলায় কমিটি গঠন হয়েছে, তারা সমাবেশ সফলের লক্ষ্যে উপজেলা পর্যায়ে কাজ করছেন। আর যেসকল উপজেলায় কমিটি নেই সেখানে আমাদের জেলা কমিটির সমন্বয়করা কাজ করছেন। সবমিলিয়ে বেশ কিছু মানুষের সমাগম হবে বলে জানান তিনি।
সমাবেশে কোনো ধরণের ঝুঁকি আছে কী না জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার পুলিশ কমিশনারের সঙ্গে আমাদের বৈঠক হবে। পরে সাংবাদিকদের সঙ্গেও বৈঠক হবে। সিলেট রাজনৈতিক সম্প্রীতিরএকটি শহর। এখানে কোনো ধরণের বিশৃঙ্খলা হবে বলে মনে করছেন না তিনি।
বিষয়ঃ
সিলেট