নিউজ ডেস্ক : সিলেটে কোতোয়ালী থানা পুলিশের দায়ের করা মামলায় আসামি হলেন যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা আশরাফ আল রাহি।
গতকাল (৭ নভেম্বর) কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক সৈয়দ গোলাম সারোয়ার বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা (মামলা নং:৪২ তাং:৭/১১/২০২৪ইং) দায়ের করেন। মামলায় তিনি সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদকে প্রধান আসামি করে ২২ জনের নামোল্লেখ ও ৬০/৭০ জনকে অজ্ঞাত আসামি করেন। দায়েরকৃত মামলায় যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা আশরাফ আল রাহিকে ১৪ নাম্বার আসামি করা হয়।
তিনি সদর উপজেলার খাদিমপাড়া শাহপরান এলাকার আজমল হোসাইনের ছেলে। চলতি বছরের মার্চ মাসে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। বর্তমানে সেখানেই তিনি অবস্থান করছেন।
মামলা সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৩টার দিকে সিলেট এমসি কলেজের সামনে সিলেট মহানগর ও এমসি কলেজ ছাত্রলীগের ৭০/৭৫ জন নেতাকর্মী দেশের চলমান পরিস্থিতি অশান্ত, অন্তবর্তী সরকারের বিরুদ্ধে অবস্থান ও বিভিন্ন স্হাপনায় ভাঙচুর, অগ্নিকাণ্ড ও লুটপাটের উদ্দেশ্যে অনলাইন গ্রুপের মাধ্যমে প্রচারণা চালিয়ে একত্রিত হয়েছে৷ খবর পেয়ে মামলার বাদি কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক সৈয়দ গোলাম সারোয়ারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার এজাহারভুক্ত আসামি ও অজ্ঞাতনামা আসামিরা পালিয়ে যায়।
আরও জানা যায়, এরপর পুলিশ বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (ডায়েরি নং: ৪৩৩,তারিখ: ০৭/১১/২০২৪ইং) দায়ের করে। যাহা পরবর্তীতে মামলার রেকর্ডভুক্ত করা হয়। (মামলা নং:৪২ তাং:৭/১১/২০২৪ইং)।
এদিকে ছাত্রলীগ নেতা আশরাফ আল রাহি প্রবাসেও থেকে পুলিশের মামলায় আসামি হওয়ায় উদ্বিগ্নে দিন কাটছে তার পরিবারের সদস্যদের।
