নিউজ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে চিহ্নিত সন্ত্রাসী যুবদল নেতা আতিকুর রহমানের নেতৃত্বে 'মিলি ট্রেডার্স' নামে এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের গৌড়াবাড়ি-সুনাপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়, হামলাকারী আতিকুর রহমান যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। সে একজন চিহ্নিত সন্ত্রাসী। আজ বৃহস্পতিবার দেশজুড়ে ছাত্র-জনতা, বিএনপি, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এই সুযোগে পূর্ব শত্রুতার জের ধরে 'মিলি ট্রেডার্স' নামে ব্যবসা প্রতিষ্ঠানে আতিকুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়৷ এসময় দোকানের স্বত্বাধিকারী মো.সিরাজ উদ্দিন ও তার ছেলে দোকানে ছিলেন না। পরবর্তীতে গোলাপগঞ্জ থানায় মামলা করতে গেলেও থানা প্রশাসন মামলা নিতে তালবাহনা করে। ভুক্তভোগী মোঃ সিরাজ উদ্দিন থানায় গিয়েও মামলা করতে ব্যর্থ হন। ঘটনার পর থেকেই ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
উল্লেখ্য, মিলি ট্রেডার্সের স্বত্বাধিকারী মো.সিরাজ উদ্দিনের বড় ছেলে মো.মিছবাহুল হক বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত। তিনি দেশে অবস্থানকালে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।