|

গোলাপগঞ্জে দোকানে হামলা ও ভাঙচুর, ১৩ জনকে আসামি করে মামলা


নিউজ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়া গ্রামে একটি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল (৪ মার্চ) গোলাপগঞ্জ মডেল থানায় উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়া গ্রামের গেদন আহমদ বাদি হয়ে একটি মামলা (মামলা নং:৫, তা:৪/৩/২০২৫ইং) দায়ের করেন। মামলায় ১৩ জনের নামোল্লেখ ও ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ১ মার্চ বিকেলে করগাঁও উজানপাড়া গ্রামে সামাদ স্টোর নামে একটি দোকানে মামলার ১নং আসামি বদরুল ইসলাম ইসলাম পান খেতে আসেন। তখন মামলার বাদি তার কাছে টাকা চাইলে তিনি আগের টাকা থেকে রাখার জন্য বলেন। এসময় মামলার বাদি আগের কিসের টাকা জানতে চাইলে আসামি বদরুল ইসলাম তাকে চুর বলে সম্বোধন করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি সমাধান করে দেন।

এদিকে ঘটনার দিন রাতে মামলার আসামি বদরুল ইসলাম মামলার অপরাপর আসামিদের নিয়ে পুনরায় সামাদ স্টোরে হামলা করে ভাঙচুর চালান ও তাদেরকে মারধর করে আহত করেন।

এদিকে সরেজমিনে খুঁজ নিয়ে জানা যায়, ওই মামলার ১০ নাম্বার আসামি আবুল কালাম দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। যুক্তরাজ্যে অবস্থান করার পরও বার বার আজির উদ্দিন মেম্বারের পাতানো মিথ্যা মামলার ফাঁদে পড়ে আসামি হতে হচ্ছে আবুল কালামকে। ওই মামলার বাদি গেদন আহমদ আজির উদ্দিন মেম্বারের ভাতিজা।

আরও জানা যায়, পাশ্ববর্তী আজির উদ্দিন মেম্বার দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য প্রবাসী আবুল কালামের বাড়ির জায়গা জোরপূর্বক দখল করে আসছে। উক্ত ঘটনার কিছুদিন পূর্বে যুক্তরাজ্য প্রবাসী আবুল কালামের স্ত্রী ও ছেলে বাড়ির অবস্থা দেখার জন্য যেতে চাইলে আজির উদ্দিন খবর পেয়ে তার ছেলে-ভাতিজা ও সন্ত্রাসীদের নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আবুল কালামের স্ত্রী ও ছেলের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন তারা। এঘটনায় গোলাপগঞ্জ থানায় মামলা করতে গেলে মামলা নিতে চায়নি পুলিশ।

Post a Comment

Previous Post Next Post